
Uncategorized


333 helpline providing COVID-19 support
During the COVID-19 crisis in Bangladesh, the national helpline 333 played a vital role in supporting citizens. It provided telemedicine services through a pool of 4,000+ doctors, helping over 350,000 people safely consult physicians from home. The helpline also coordinated emergency food relief, reaching over 46,000 families in need.
Launched in 2018 by the a2i programme, 333 has responded to 4.4 million+ calls, prevented 5,400+ child marriages, and addressed 18,000+ social issues. Available 24/7, it continues to offer essential support without bureaucratic delays.

আলো ফিরে আসা

৩৩৩ নম্বরে কল: একটুখানি সাহস, একজীবন বাঁচানো

বাল্যবিবাহ রুখতে একটি সাহসী ফোন
মিতু মাত্র ১৪ বছরের একটি কিশোরী। ক্লাস এইটে পড়ে। বই-পড়া, আঁকাআঁকি আর বন্ধুদের সঙ্গে স্কুলে সময় কাটানোই ছিল তার সবচেয়ে আনন্দের জায়গা। একদিন স্কুল থেকে ফিরে শুনল, আগামী সপ্তাহেই তার বিয়ে ঠিক করা হয়েছে। পাত্র নাকি অনেক ভালো, দেশের বাইরে কাজ করে। কিন্তু মিতুর মন ভেঙে গেল। সে বুঝল, তার স্বপ্নগুলোকে কেউ জোর করে থামিয়ে দিতে চাচ্ছে। মিতুর এক বান্ধবী, নীলা, স্কুলে শিক্ষক থেকে শিখেছিল—”বাল্যবিবাহ আইনত দণ্ডনীয়। আর ৩৩৩-এ কল করে অভিযোগ করলেই সাহায্য পাওয়া যায়!”
নীলা কথা বলল মিতুর সঙ্গে। সাহস জুগিয়ে বলল,
— “তুই ভয় পাইস না। আমরা ৩৩৩-এ কল করব। দেখবি, তোকে কেউ বিয়ে দিতে পারবে না।” মিতু ভয় পেলেও নীলার কথায় রাজি হলো।
📞 তারা ৩৩৩ নম্বরে কল করল। অপর পাশে ছিলেন একজন সহানুভূতিশীল কর্মকর্তা। সব কথা শুনে তিনি ব্যবস্থা নিলেন।
📍 দুই দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ নিয়ে এসে বিয়ে বন্ধ করে দিলেন। বাবা-মা প্রথমে রাগ করলেও পরে বুঝলেন, মিতুর ভবিষ্যতের কথা ভাবা জরুরি।
🌸 আজ মিতু আবার স্কুলে যায়, হাসে, স্বপ্ন দেখে। তার জীবনটা থেমে যায়নি।