সবার জন্য সমান আলো: ভাস্কর ভট্টাচার্যের সাথে ৩৩৩ এর এক অদ্ভুত সেশন

গতকাল অদ্ভুত এক সেশন হলো জাতীয় হেল্পলাইন ৩৩৩ নিয়ে। সেশনটা আমাদের গাইড করলেন ভাস্কর ভট্টাচার্য অ্যাক্সেসিবিলিটি আর প্রতিবন্ধী অধিকার নিয়ে যার নাম শুধু আমাদের দেশে নয়, দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে গেছে। তিনি বললেন খুব সহজ করে। এমনভাবে বললেন যে, মনে হলো আমরা যেন গল্প শুনছি। বোঝালেন ৩৩৩ ফেসবুক পেজ আর ওয়েবসাইট কোনো শুকনো প্রযুক্তির লেখা নয়। এগুলো আসলে এমন এক দরজা, যেখানে সবাই সমানভাবে ঢুকতে পারবে। চোখে না দেখলেও শোনা যায়, কানে না শুনলেও পড়া যায় এই জাদুকরী ব্যাপারগুলো তিনি এমনভাবে দেখালেন, যেন একেবারে হাতের মুঠোয় ধরা যায়। আমরা যারা শুনছিলাম, তাদের ভেতরে হঠাৎ আলো জ্বলে উঠল। মনে হলো একটা ওয়েবসাইট শুধু ছবি আর লিঙ্ক নয়, এটা মানুষের অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা যদি সবার জন্য না হয়, তবে সেটা অসম্পূর্ণ। গতকালকের সেশন শেষে মনে হলো ৩৩৩ আসলে শুধু একটা হেল্পলাইন নয়, এটা একসাথে দাঁড়ানোর জায়গা। যেখানে সবার সমান অধিকার আছে, সবার জন্য সমান আলো আছে।
🌐 ওয়েবসাইট: https://333.gov.bd/sucess-story/
📘 ফেসবুক পেজ: https://www.facebook.com/333Bangladesh
