সাজুদের (ছদ্মনাম) বাসায় অনেক দিন ধরে গ্যাসের লাইন থাকা সত্ত্বেও ইদানিং কোন কাজ করা যাচ্ছে না। এলাকার কিছু প্রভাবশালী অবৈধ গ্যাস ব্যবসায়ী এলাকাবাসীকে অনেকটা জিম্মি করে টাকার বিনিময়ে তিতাস গ্যাসের অনুমতিবিহীন শিল্পকারখানা ও আবাসিক ভবনগুলোতে গ্যাসের সংযোগ দিয়েছে। ফলাফল গ্যাসের লো প্রেসারের জন্য পুরো এলাকায় রান্না-বান্না বন্ধ। নীরবে অনেকে এই নির্যাতন সহ্য করলেও সহ্য করল না সাজু। মোবাইল তুলে নিয়ে কল করল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ২৪ ঘন্টা চালু কল সেন্টার “৩৩৩” তে
‘সরকারি তথ্য ও সেবা সব সময়’ স্লোগান চালু হয় নতুন কল সেন্টারটি। দেশের নাগরিকেরা ৩৩৩ এবং প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। এ ছাড়াও কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে প্রতিকারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্য প্রদান ও অভিযোগ জানানো যাবে।
মেয়ের নাম নবিরুন্নেছা রিতু, বয়স: ১৪, গ্রাম: বেলগাছি ইউনিয়ন: শিলাইদহ, কুমারখালী, কুষ্টিয়া। মাত্র ১৪ বছর বয়সে গতকাল ২৭ মে, ২০১৮ মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তার পিতা আজমত। খবর পেয়ে একই এলাকার একজন সচেতন নাগরিক বিষয়টি ৩৩৩ - এ ফোন করে জানান এবং এই বাল্যবিবাহ বন্ধের জন্য জেলা প্রশাসক মহোদয়, কুষ্টিয়া এর নিকট অনুরোধ করেন।
রাজশাহীর বাঘায় গত ১সপ্তাহে এক স্কুল ছাত্রীসহ ৩ নারী নিখোঁজের খবর পাওয়া গেছে। এর মধ্যে জরুরি সেবা সার্ভিস এর ৩৩৩ নম্বরে কল সেন্টারে অভিযোগ করায় স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। গত শুক্রবার রাত ১০ টায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে হাজির হয়ে ওই ছাত্রী জানায়,কেউ তাকে অপহরণ করেনি। বাবা-মার উপর অভিমান করে, না বলে তার এক আত্মীয় বাড়িতে গিয়েছিল। আগের দিন বৃহস্পতিবার সে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তার বাড়ি উপজেলার মিলিক বাঘা গ্রামে। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা ও ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রেজাউল হাসান। স্থানীয় প্রশাসন জানান, ৩৩৩ নম্বরে কল দিয়ে বিষয়টি জানানোর পর, অপহরণ করা হয়েছে কি-না, এমন সন্দেহে রাজশাহীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিষয়টি তাদের জানান