ফ্যাক্টরীতে কর্মকর্তা- কর্মচারী কেউ নেই। প্রত্যেকটি দরজায় তালা লাগানো। খোঁজ নিয়ে জানলাম গ্রামীন ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজ এর মালিক আক্তার হোসেন এলাকায় থাকেন না; ঢাকায় থাকেন। ফ্যাক্টরীর সাথে সংশ্লিষ্ট কাউকে না পেয়ে তালা ভেঙে ভিতরে ঢুকলাম। খুবই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় ঘি এর ৮-১০ টি ড্রাম রাখা।
৩৩৩ নম্বরে এসএমএস পেয়েই পাবনার ভিন্নভিন্ন স্থানের তিনটি বাল্য বিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন। শুক্রবার পাবনা সদরের হিমাইতপুর, মালঞ্চি ও মালিগাছা ইউনিয়নের এই তিনটি বাল্য বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিলো। জানা যায়, শুক্রবার পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের নিয়ামতউল্লাহপুর, মালঞ্চি ইউনিয়নের চরমালঞ্চি এবং মালিগাছা ইউনিয়নের মনিদহ গ্রামে এই তিনটি বাল্য বিয়ের আয়োজন করা হয় ৩৩৩ নম্বর থেকে এসএমএস পেয়ে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের নির্দেশে
333 হেল্পলাইনে কল করে মাত্র পনের মিনিটের ব্যবধানে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহণ কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলাধীন যদুবয়রা ইউনিয়নের অন্তর্গত চৌরঙ্গী বাজার থেকে পরানপুর ব্রীজ পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা সংস্কারের কাজে ১কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে এই বিষয়ে 333 হেল্পলাইনে কল করে একটি অভিযোগ করি। উল্লেখ্য যে, 333 এ কল করার পর নিম্নমানের ইট ব্যবহারের খবর Uno Kumarkhali Kushtia শ্রদ্ধেয় Shahin Zaman মহোদয় অবগত হওয়ার মাত্র পনের মিনিটের ব্যবধানে উক্ত সংস্কার কাজ বন্ধ করে দেন। জনসেবায় 333 প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। আমি মনে করি, জনবান্ধব প্রশাসন বিনির্মাণে 333 একটি মাইলফলক।
অদ্য ২৭-৫-১৮ তারিখ রাত ৯ হতে ১১ পর্যন্ত জিরানীর চক্রবর্তীর নিকট পদ্মার গেটের আকতারের স্পটের গলির ভিতর মাদকদ্রব্য সহ আটক হয় ৪৫ জন। শাহ মোঃ শামসুজ্জোহা, এসি ল্যান্ড কালিয়াকৈর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুযায়ী প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় স্পেশাল কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, র্যাব ১, গাজীপুর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। ৩৩৩ নম্বরে ফোন দিয়ে আভিযোগ জানানোর মধ্য দিয়ে আপনিও শরীক হতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধে ।